• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

২০ টাকার লোভে গুনতে হলো বিশ হাজার

চট্টগ্রাম প্রতিনিধি

  ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৭
জরিমানা, ফার্মেসি, হাজার
ছবি: সংগৃহীত

নির্ধারিত মূল্যের চেয়ে একটি মলমের দাম ২০ টাকা বেশি নেওয়ায় নগরের ওআর নিজাম রোড কিউপিএস ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মিস ব্রান্ড ও অনুমোদিত ওষুধ জব্দ করা হয়।

গতকাল বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক হুসাইন মোহাম্মদ ইমরান।

তিনি বলেন, সম্প্রতি একজন ক্রেতা কিউপিএস ফার্মেসি থেকে জিটিএন বা গ্লিসারিন ট্রাই নাইট্রেট নামে একটি মলম ক্রয় করেন, যার নির্ধারিত দাম ৭০ টাকা। কিন্তু দোকানদার মলমটির দাম রাখেন ৯০ টাকা। ওই ক্রেতা ক্রয়ের রশিদসহ লিখিত অভিযোগ করেন। পরবর্তীতে অভিযানে গেলে দোকানি অতিরিক্ত দাম আদায়ের কথা স্বীকার করেন। এরপর তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, এ সময় কিউপিএস ফার্মেসি থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যে অনুমোদিত, মিস ব্রান্ডের ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়।