• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

সদ্য প্রয়াত বিআরটিএ’র সহকারী পরিচালকের বাসায় এত্ত টাকা!

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫১
বৃদ্ধ, মা, টাকা, জব্দ

মাত্র আট দিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ঝিনাইদহ বিআরটিএ’র সহকারী পরিচালক বিলাস। তিনি বৃদ্ধ মাকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। পরিবারের অন্য সদস্যরা তার সঙ্গে থাকতেন না। পরিবারের লোকজনের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। যে কারণে তারা যানবাহনের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স করার নামে ঘুষ নেওয়ার বিষয়টি জানিয়ে দেন প্রশাসনকে। পরে প্রশাসন গতকাল বুধবার ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ শহরের কলাবাগান পাড়ার ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ৩৩ লাখ ২০ হাজার টাকা জব্দ করেন।

জানা গেছে, বিলাস সরকারের মৃত্যুর পর ওই বাড়ি প্রশাসন সিলগালা করে দেয়। ধারণা করা হচ্ছে তার পরিবারের দেওয়া তথ্যমতে এই অভিযান চালানো হয়। কারণ বিলাস সরকার কলাবাগান পাড়ার ভাড়া বাড়িতে তার বৃদ্ধ মাকে নিয়ে থাকতেন। দাম্পত্য কলহের কারণে স্ত্রী সন্তানরা এখানে থাকতেন না।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ফ্রিজের পচা খাবার পরিবেশিত হতো চকচকে প্লেটে
---------------------------------------------------------------

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ গণমাধ্যম কর্মীদের কাছে অভিযানের কথা স্বীকার করে জানান, উদ্ধারকৃত ৩৩ লাখ ২০ হাজার টাকা জব্দ করা হয়েছে।