• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নেত্রকোনায় বাস উল্টে আহত ৩৫

নেত্রকোনা প্রতিনিধি

  ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৭
নেত্রকোনা বাস উল্টে

নেত্রকোনায় ঢাকাগামী যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। গুরুতর তিনজনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

বুধবার সকাল সাড়ে ৯টা দিকে নেত্রকোনা-মদন সড়কের আটপাড়া উপজেলার শ্রীপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ সকালে শাহজালাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস মদন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে নেত্রকোনা-মদন সড়কের আটপাড়া উপজেলার শ্রীপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাস উল্টে যায়। এতে করে প্রায় ৩০ জন যাত্রী আহত হয়। এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। তবে চালককে আটক করতে পারেনি পুলিশ।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে বাস উল্টে নিহত ৩, আহত ৩০
কাপ্তাইয়ে পিকনিক বাস উল্টে আহত ১৩
বান্দরবানে পর্যটকবাহী বাস উল্টে ২০ পর্যটক আহত
X
Fresh