• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাঙামাটির বাঘাইছড়িতে দুই জেএসএস কর্মী খুন

রাঙামাটি প্রতিনিধি

  ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪১
রাঙ্গামাটি বাঘাইছড়ি জেএসএস কর্মী

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার প্রত্যন্ত এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) দুই কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেএসএস-এমএন লারমা গ্রুপের কর্মী রিপেল চাকমা (২৫) ও বর্ষণ চাকমা (২৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সশস্ত্র একদল লোক রিপেল ও বর্ষণকে তুলে নিয়ে যায়। পরে রাস্তাতেই তাদের গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মঞ্জুর আরটিভি অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেএসএস-এমএন লারমার দুই কর্মীকে গুলি করে হত্যার ঘটনা শুনেছি। তবে কে বা কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা জানতে পারিনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঘাইছড়িতে পিকআপ উল্টে নারী নিহত
বাঘাইছড়িতে ফুলবিজু উৎসবের শুরু
রাঙ্গামাটির রাজস্থলীতে বজ্রপাতে নিহত ১
‘রাঙ্গামাটিতে ১০০ কোটি টাকা ব্যয়ে আইটি ট্রেনিং সেন্টার নির্মাণ হবে’
X
Fresh