• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মিয়ানমারের ২১০ সিমকার্ডসহ তিন রোহিঙ্গা যুবক আটক

টেকনাফ প্রতিনিধি

  ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৩
রোহিঙ্গা যুবক আটক
মিয়ানমারের ২১০ সিমকার্ডসহ তিন রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের টেকনাফে ২১০টি মিয়ানমারের মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠানের সিমকার্ডসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে স্থল বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে টেকনাফ থানা পুলিশ।

আটকৃতরা হলেন- মিয়ানমারের নুর আলমের ছেলে নুর হাছান (২৪), উখিয়া উপজেলার পালংখালী জাম্পতলী রোহিঙ্গা শিবিরের মো. শরীফের ছেলে রবি আলম ও টেকনাফ মোছনী ক্যাম্পের মো. হোছনের ছেলে মো. সলিম (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশের নির্দেশে টেকনাফ থানা পুলিশের একটি দল ক্যাম্পে বিক্রি করতে আসা তিন রোহিঙ্গাদের ২১০টি মিয়ানমারে সিমকার্ডসহ আটক করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ আরটিভি অনলাইনকে বলেন, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে গেল ২২ আগস্ট প্রত্যাবাসন ভেস্তে যাওয়া ও ২৫ আগস্ট লাখো রোহিঙ্গাদের মহাসমাবেশের আয়োজনের অন্যতম মাধ্যম রোহিঙ্গাদের হাতে মোবাইল ফোনের কারণে। সে বিষয়টি পর্যালোচনা করে সরকার ক্যাম্পে নেটওয়ার্ক বন্ধ রাখে। মিয়ানমারের সীমান্ত সেদেশের নেটওয়ার্ক টাওয়ার হওয়ায় মিয়ানমারের সিম ব্যবহার করতে শুরু করে।

অপরদিকে নেটওয়ার্কের কারণে সরকারি ও বেসরকারি সংস্থাসহ স্থানীয়দের যোগাযোগের ক্ষেত্রে চরম দুর্ভোগে পোহাচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন সুইডেনের রাজকুমারী
রোহিঙ্গা ক্যাম্পে সুইডেনের রাজকন্যা
রোহিঙ্গাদের জন্য ইউএনডিপি’র বড় তহবিল গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর
তিনদিনের সফরে সুইডেনের রাজকন্যা ঢাকায়
X
Fresh