• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

রংপুর-৩ আসন: আজ থেকে শুরু প্রচারণা (ভিডিও)

রংপুর প্রতিনিধি

  ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩২

রংপুর-৩ আসনের উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে আজ মঙ্গলবার। প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হবে প্রচার-প্রচারণা।

এই নির্বাচনে জাতীয় পার্টি, বিএনপিসহ মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- জাতীয় পার্টির রাহগীর আল মাহি সাদ এরশাদ, বিএনপির রিটা রহমান, স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, গণফ্রন্টের কাজী মোহাম্মদ শহীদুল্লাহ, এনপিপির শফিউল আলম, এবং খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হবে প্রচার-প্রচারণা।

রংপুর-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৪২ হাজার ৭২ জন। এই নির্বাচনে ১৭৫ কেন্দ্রের সবকটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোটগ্রহণ করা হবে।

এদিকে, দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে সোমবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম রাজু। আগামী ৫ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর ১ সেপ্টেম্বর আসনটিতে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়।

আরও পড়ুন

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রংপুর-৩ আসনে জিএম কাদেরের জয়
ভোট দিতে পারছেন না জি এম কাদের
X
Fresh