• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ভারতীয় ওষুধ তৈরি হচ্ছে রাউজানে

চট্টগ্রাম প্রতিনিধি

  ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০১
কারখানা, আটক, উদ্ধার

চট্টগ্রামের রাউজানে একটি নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব।

সোমবার সন্ধ্যায় র‌্যাব-৭ এর সদস্যরা নোয়াপাড়া বাজার এলাকায় অবস্থিত ওই কারখানায় অভিযান শুরু করেন।

সোমবার রাত আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযানে কোটি টাকার নকল ওষুধ উদ্ধার করা হয় বলে জানা গেছে।

র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা মেজর হাসান বলেন, রাউজানের নোয়াপাড়া বাজার এলাকায় একটি নকল ওষুধ কারখানার সন্ধান পেয়েছি আমরা। এখানে অভিযান চালাচ্ছি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি বিভিন্ন কেমিক্যাল ও উপাদান দিয়ে নকল ভারতীয় ওষুধ তৈরি করা হচ্ছিল এই কারখানায়।

তিনি বলেন, বিপুল পরিমাণ নকল যৌন উত্তেজক ও শক্তিবর্ধক ওষুধ উদ্ধার করা হয়েছে। অভিযান চলছে। এই কারখানা কারা স্থাপন করেছেন, কবে স্থাপন করেছেন এসব বিষয়ে খোঁজ-খবর নিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত
ইসরায়েলের একাধিক সামরিক স্থাপনায় রকেট হামলা
ট্রাফিক তেজগাঁও বিভাগের ব্যবস্থাপনার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী
X
Fresh