• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

লেগুনার ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত

টেকনাফ প্রতিনিধি

  ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৭
টেকনাফ, রোহিঙ্গা, মৃত্যু, শিশু

কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে লেগুনা গাড়ির ধাক্কায় এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে।

সোমবার বিকেলে হোয়াইক্যং ইউনিয়নের রোহিঙ্গা শিবির পুটিবনিয়ার ২২ নম্বর ক্যাম্পের ভেতর এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আনোয়ার হোসেন (৫)। সে ওই রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সি এর নুরুল আমিন মাঝির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মালবাহী লেগুনা ক্যাম্পে ঢুকছিল। এ সময় রোহিঙ্গা শিশু আনোয়ার রাস্তা পার হতে গিয়ে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে ক্যাম্পের বেসরকারি হাসপাতাল এমএসএফ-এ নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। কর্তব্যরত চিকিৎসক জানায়, মাথায় গুরুতর আঘাত পাওয়ায় শিশুটি মারা যায়।

এ ব্যাপারে ক্যাম্প ইনচার্জের অনুমতিক্রমে দাফনের ব্যবস্থা হচ্ছে বলেও জানিয়েছেন ক্যাম্পের এক গোয়েন্দা কর্মকর্তা।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১
X
Fresh