• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

লাখ টাকা মূল্যের তক্ষক উদ্ধার, আটক ৫

সাতক্ষীরা প্রতিনিধি

  ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৯
তক্ষক, আটক, উদ্ধার

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার মোকছেদপুর এলাকায় অভিযান চালিয়ে একটি তক্ষক উদ্ধার করেছে র‌্যাব-৬।

একটি প্লাস্টিকের ঝুড়িতে জাল দিয়ে মোড়ানো অবস্থায় তক্ষকটি উদ্ধার করা হয়। এ সময় পাঁচ চোরাকারবারিকে আটক করা হয়েছে।

আটক চোরাকারবারিরা হলেন মোকছেদপুর গ্রামের উজ্জ্বল দাস (৩৩), জেলার দেবহাটা উপজেলার টিকেট গ্রামের মমিন মোল্লা (৪৪), সাতক্ষীরা সদরের শ্রীরামপুর গ্রামের খায়রুজ্জামান (২৮), তালার মেশারডাঙ্গীর সুরঞ্জন বৈরাগী (৩৯) ও চোমরখালীর ইদ্রিস আলী (৪৭)।

সোমবার সকালে র‌্যাব-৬ এর আওতাধীন সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার শামীম সরকার এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার পাটকেলঘাটা থানার মোকসেদপুর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানকালে প্লাস্টিকের ঝুড়িতে জাল দিয়ে মোড়ানো অবস্থায় একটি তক্ষক উদ্ধার করা হয়। পাচার করার জন্য এটি রাখা হয়েছিল।

এ সময় পাঁচ চোরাকারবারিকে আটক করে পাটকেলঘাটা থানায় সোপর্দ করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিম্মি জাহাজ উদ্ধার প্রসঙ্গে যা জানালেন পররাষ্ট্রমন্ত্রী
ধানখেতে পড়ে ছিল যুবকের মরদেহ
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
পাহাড়ে রাতে র‌্যাব-পুলিশের অভিযান, ১০ অপহৃত উদ্ধার
X
Fresh