• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পেঁয়াজ সিন্ডিকেটকারীদের আইনের আওতায় আনা হবে

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৩
পেঁয়াজ সিন্ডিকেটকারীদের আইনের আওতায় আনা হবে
পেঁয়াজ সিন্ডিকেটকারীদের আইনের আওতায় আনা হবে

পেঁয়াজের মূল্যের ঊর্ধ্বমুখীতা প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম আঞ্চলিক টাস্কফোর্স। যেসব ব্যবসায়ী অধিক মুনাফার লোভে পেঁয়াজের গুদামজাত রেখে কৃত্রিম সংকট তৈরি করছে সেসব গুদামে শীঘ্রই টাস্কফোর্সের অভিযানের পাশাপাশি জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করবে।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম আঞ্চলিক টাস্কফোর্সের সভায় এ নির্দেশনা দেয়া হয়।

সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ এমদাদ উল্লাহ ভূঁইয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, মো. নুরুল আলম নিজামী, ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বিজিবির উপ-আঞ্চলিক কমান্ডার কর্নেল মতিউর রহমান, কাস্টমস কমিশনার এম ফখরুল আলম, ক্যাপ্টেন এম নাজমুল হাসান, র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহাবুবুল আলম, ডিসি ডিবি বন্দর এসএম মোস্তাইন হোসেন, চট্টগ্রাম চেম্বার সভাপতি মো. মাহাবুবুল আলম, সকল জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সদস্যরা।

সভায় চট্টগ্রাম বিভাগের আসন্ন দুর্গা পূজায় পূজামণ্ডপ তৈরি এলাকায় কমিটির স্বেচ্ছাসেবক দ্বারা সার্বক্ষণিক নজরদারি রাখার সিদ্ধান্ত হয়। নিরবচ্ছিন্ন নিরাপত্তার স্বার্থে নতুন করে পূজা মণ্ডপ না বাড়ানোর অনুরোধ করেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক। কাশ্মীর ইস্যু নিয়ে পূজা মণ্ডপে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেন রেঞ্জ ডিআইজি।

সভায়, সীমান্তবর্তী এলাকায় ইয়াবা ও মাদক চোরাচালান বন্ধে টহল আরও জোরদার করার স্বার্থে জেলা প্রশাসনের সঙ্গে বিজিবি সদস্যদের সমন্বয়ে অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত হয়। তরুণ সমাজ বিপথগামী হলে সরকারের সকল অর্জন ম্লান হয়ে যেতে পারে আশংকায় তাদেরকে টেন্ডারবাজীর হাত থেকে দূরে রাখতে হবে বলে সভায় আলোচনা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেরপুরে পেঁয়াজ, রসুন ও আদার দাম বৃদ্ধি, ক্রেতা নেই সবজির 
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
পেঁয়াজ নিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীর সুখবর!
বাংলাদেশকে পেঁয়াজ দিতে ভারতের নীতিগত সম্মতি
X
Fresh