• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

‘রোহিঙ্গাদের স্মার্ট কার্ডের বিষয়ে কেউ জড়িত থাকলে ব্যবস্থা’ (ভিডিও)

চট্টগ্রাম প্রতিনিধি

  ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২৭

রোহিঙ্গাদের স্মার্ট কার্ড পাওয়ার বিষয়ে নির্বাচন অফিসের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

সোমবার দুপুরে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নির্বাচন কর্মকর্তাদের সাথে এই বিষয়ে বৈঠক করতে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এ সময় তিনি বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে হাতের আঙুলের ছাপ দিয়ে রেজিস্ট্রেশন হওয়া কোনো রোহিঙ্গা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেনি। যেসব রোহিঙ্গা আগে এসেছে তাদের মধ্য থেকে অনেকে ভুয়া নাম, ঠিকানা ব্যবহার করে ভোটার হতে পারে।

সম্প্রতি রোহিঙ্গাদের নাম নির্বাচন কমিশনের সার্ভারে থাকার বিষয়ে দুদকের তদন্তে নির্বাচন অফিসের কর্মকর্তা, কর্মচারীদের জড়িত থাকার নাম এলেও নির্বাচন কমিশনের নিজস্ব তদন্তে কারো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানান তিনি।

তবে তদন্ত চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন সুইডেনের রাজকুমারী
এক স্মার্ট কার্ডে অনেক সেবা 
রোহিঙ্গা ক্যাম্পে সুইডেনের রাজকন্যা
রোহিঙ্গাদের জন্য ইউএনডিপি’র বড় তহবিল গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর
X
Fresh