• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এমপি লিটন হত্যা বিচ্ছিন্ন ঘটনা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ জানুয়ারি ২০১৭, ১৮:২৪

গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনাকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। দেশের পরিস্থিতি এখন অন্য যেকোনো সময়ের তুলনায় ভালো আছে। বললেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

মঙ্গলবার দুপুরে রংপুর পুলিশ হলে ক্রাইম কনফারেন্সে অংশ নেয়ার আগে তিনি এসব কথা বলেন। এসময় রংপুর রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

আইজিপি বলেন, লিটন হত্যা মামলায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। এ বিষয়ে পুলিশের সব সংস্থা কাজ করছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা জঙ্গি, জামায়াত নাকি দলীয় কেউ- সব বিষয় সামনে রেখেই তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।

শহীদুল বলেন, লিটন হত্যায় জড়িতদের আমরা দ্রুতই সনাক্ত করতে পারবো। নিরপেক্ষ ও পেশাদারিত্ব নিয়ে কাজ করছি। আমাদের কাছে এখন পর্যন্ত যেসব তথ্য এসেছে, তা আমলে নিয়েই কাজ করছি।

এমসি/এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh