• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কর্তব্যরত ট্র্যাফিক ইন্সপেক্টরের ওপর ভাইস চেয়ারম্যানের হামলা

নড়াইল প্রতিনিধি

  ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৯
ট্র্যাফিক ইন্সপেক্টর ভাইস চেয়ারম্যান হামলা

নড়াইল শহরের পুরান বাস টার্মিনাল এলাকায় ট্র্যাফিক পুলিশের ইন্সপেক্টর মোঃ মনিরুজ্জামানকে পিটিয়ে আহত করেছে নড়াইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান (জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি)। আহত ট্র্যাফিক ইন্সপেক্টর নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সদর থানা পুলিশ তুফানকে থানায় ধরে নিয়ে যায়। তবে আটকের ব্যাপারে নিশ্চিত করেননি পুলিশ সুপার।

পুলিশ জানায়, রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নড়াইল পুরান বাস টার্মিনাল ট্র্যাফিক মোড়ে সড়কে বেপরোয়া মোটরসাইকেল চালক এক তরুণকে আটক করে ট্র্যাফিক পুলিশ। কাগজপত্রহীন গাড়িটি পুলিশ না ছাড়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান প্রথমে ট্র্যাফিক পুলিশকে ফোন করে, পরে তুফান এসে দলবল নিয়ে ট্র্যাফিক পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ে। এ ঘটনায় ট্র্যাফিক পুলিশের ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান আহত হন।

বেশ কয়েকদিন ধরেই জেলার বিভিন্ন সড়কে তরুণদের বেপরোয়া গাড়ি চালনার বিষয়ে অভিযান পরিচালনা করছে ট্র্যাফিক পুলিশসহ গোয়েন্দা শাখার পুলিশ। এরই অংশ হিসেবে গতকাল যৌথ অভিযান চলছিল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কাউকে আটকের তথ্য পাওয়া যায়নি।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন পিপিএম বলেন, আমরা ঘটনাটি অনুসন্ধান করছি। বিস্তারিত জেনে তারপর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জমি নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির প্রস্তাব পাসের পর  ইসরায়েলের হামলায় ৮১ ফিলিস্তিনি নিহত
সিরিয়ায় বিমান হামলায় ইরানের কমান্ডারসহ নিহত ১৩
X
Fresh