logo
  • ঢাকা বুধবার, ১৬ অক্টোবর ২০১৯, ১ কার্তিক ১৪২৬

কাঁচপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২০

নারায়ণগঞ্জ প্রতিনিধি
|  ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪১ | আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০৯
কাঁচপুর শ্রমিক-পুলিশ সংঘর্ষ
নারায়ণগঞ্জের কাঁচপুরে একটি রপ্তানিমুখী শিল্প কারখানার শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অর্ধশতাধিক টিয়ারশেল ও কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

রোববার সকাল ১০টায় বকেয়া বেতন ভাতা ও অন্যান্য কয়েকটি সুযোগ-সুবিধার দাবিতে কাঁচপুরে সিনহা ওপেক্স গ্রুপের কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে এ সংঘর্ষ বাঁধে।

শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার বশির জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। সকালে শ্রমিকরা তাদের দাবি নিয়ে বিক্ষোভ শুরু করে মহাসড়ক অবরোধের চেষ্টা করে। এসময় পুলিশ তাদেরকে সরিয়ে দিতে চাইলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে প্রায় ৫জন পুলিশ সদস্য আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং শ্রমিকরা শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে এলসি ভ্যালু বাড়িয়েছে ভারত
---------------------------------------------------------------

পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়