• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভৈরবে ১৫ ছিনতাইকারী আটক

ভৈরব প্রতিনি

  ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৩

কিশোরগঞ্জের ভৈরবে দুইদিনে ১৫ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শনিবার ১৩ জন এবং গত শুক্রবার ২ জনসহ ১৫ জন ছিনতাইকারীকে আটক করা হয়।

পুলিশ জানায়, শহরে হঠাৎ করে ছিনতাই বেড়ে যাওয়া অভিযানে নামে পুলিশ। ফলে গত শুক্রবার রাতে শহরের ঘোড়াকান্দা পলাশের মোড় থেকে রবিন আহমেদ ও রমজান নামে দু’জন ছিনতাইকারীকে আটক করা হয়। পরে আজ শনিবার সকালে নিউ টাউন থেকে চিহ্নিত ছিনতাইকারী আরমানকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে শহরের বিভিন্ন এলাকা থেকে আরও ১২জন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

তারা হলেন- আখাউড়ার আল আমিন, বিজয়নগরের রাসেল, ভৈরব-বাজারের সবুজ, নিউ টাউনের ইব্রাহিম ও আলম, জগন্নাথপুরের আওয়ালকান্দার মামুন, ভৈরবপুর উত্তরপাড়ার আলী হোসেন, উপজেলার জামালপুর গ্রামের জুনাইদ, পঞ্চবটির আলমগীর, শহরের রাণীর বাজারের সজিব ও সবুর মিয়া এবং কমলপুরের শুভ।

এ ব্যাপারে ভৈরব থানার ওসি মো. মোখলেছুর রহমান বলেন, অপরাধ দমনে পুলিশের অভিযান আগেও ছিল এখনো অব্যাহত আছে। আশা করছি একে একে ছিনতাইকারীরা পুলিশের হাতে ধরা পড়বে। তাছাড়া যাদেরকে আটক করা হয়েছে, তাদের সবাইকে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হবে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত
---------------------------------------------------------------

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে ২২ জেলে আটক, ১৩ জনের কারাদণ্ড 
পাবিপ্রবি ছাত্রীর আত্মহত্যা, স্বামী আটক
বিচারপতির স্বাক্ষর জালিয়াতি, আটকে গেল মেয়রের জামিন
কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, চোরাকারবারি আটক
X
Fresh