• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চিকিৎসা অবহেলায় ডেঙ্গু রোগীর মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

  ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২২
সিরাজগঞ্জ চিকিৎসা অবহেলা ডেঙ্গু রোগী

সিরাজগঞ্জে চিকিৎসা অবহেলায় নীলুফার ইয়াসমিন (৫৫) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। নিলুফার ইয়াসমিন পৌর এলাকার রহমতগঞ্জ মহল্লার নূরুল ইসলামের স্ত্রী।

নিহতের বড় ছেলে মোঃ সুমন হাসান জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তার মা নিলুফার ইয়াসমিন ও ভাতিজা নিহাল হাসান (১০) গত বুধবার সিরাজগঞ্জ শহরের বেসরকারি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। যখন ভর্তি হয় তখন তার মার রক্তে প্লাটিলেট ২ লাখের উপরে ছিল। কিন্তু চিকিৎসা অবহেলার কারণে তার মায়ের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। শুক্রবার রক্তের প্লাটিলেট ৯০ হাজার নেমে গেলে তার মাকে ঢাকার সিএমএইচ হাসপাতালে রেফার্ড করা হয়। রাতে ঢাকায় নেয়ার পথে তার মায়ের মৃত্যু হয়। আজ দুপুরে রহমতগঞ্জ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

তবে হাসপাতালের চিকিৎসক ডা. এসএম নাজিম ওয়াহিদ উল্লাহ্ তাদের এই অভিযোগ অস্বীকার করে বলেন, হাসপাতাল থেকে সাধ্যমতো চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
সিরাজগঞ্জে গাছে ধাক্কা দিয়ে উড়ে গেল বাসের ছাদ, নিহত ১
পুলিশের ওপর হামলা, মদ-অস্ত্রসহ আ.লীগ নেতার স্ত্রী গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় অপহৃত শিশু সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ 
X
Fresh