• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মেহেরপুরে দুই মাছ চাষিকে কুপিয়ে হত্যা

মেহেরপুর প্রতিনিধি

  ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৪
কুপিয়ে হত্যা
মেহেরপুরে দুই মাছ চাষিকে কুপিয়ে হত্যা

মেহেরপুরের সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামে দুই মাছ চাষিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহরা হলেন- দরবেশপুর গ্রামের মৃত ইদ্রিস আলী মাস্টারের ছেলে রোকনুজ্জামান (৩৬) ও আজাদ আলী বিশ্বাসের ছেলে হাসান আলী (৪২)। তাদের বাড়ি দরবেশপুর গ্রামের উকিলবাড়ী পাড়ায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি রাতের মতো বুধবার রাতে বিল পাহারা দিচ্ছিল রোকন ও হাসান। সেখানে অস্থায়ী পাহারা ঘরে হানা দিয়ে রোকন ও হাসানকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে মেহেরপুর সদর থানা, বারাদি পুলিশ ক্যাম্পসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোকন ও হাসানের বাড়ির পাশেই শৈলমারি বিল। সরকারি বিল ইজারা নিয়ে বেশ কয়েক বছর ধরে মাছ চাষ করতেন তারা।

রোকন ও হাসান আলী সঙ্গে কয়েকজন লোক নিয়ে প্রতি রাতেই পাহারা দেয়। দীর্ঘদিন থেকেই তারা এভাবেই মাছ চাষ করে আসছেন। দলীয় তেমন পদ পদবী না থাকলেও তারা দু'জন স্থানীয় আওয়ামী লীগ নেতা হিসেবে সক্রিয়।

তবে কি কারণে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনই ধারণা করতে পারছেন না পরিবার ও পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা বলেন, হত্যার রহস্য উদঘাটন ও এর সাথে জড়িতদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ইসরায়েলি ভাস্করের পুরস্কার নিয়ে গণহত্যাকে সমর্থন করেছেন ড. ইউনূস’
গাজায় গণহত্যা চলছেই, যুদ্ধবিরতির প্রস্তাব মানছে না ইসরায়েল
টিপু-প্রীতি হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি পেছাল
নওগাঁয় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 
X
Fresh