• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রংপুরের উপনির্বাচনে ৭ প্রার্থী বৈধ (ভিডিও)

রংপুর প্রতিনিধি

  ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৩

রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে যাচাই বাছাই শেষে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির প্রার্থীসহ সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঋণ খেলাপি, বিধি অনুযায়ী হলফ নামা দাখিল না করাসহ নানা কারণে ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের কনফারেন্স রুমে বুধবার এক সংবাদ সম্মেলনে রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন এ ঘোষণা দেন। তিনি জানান, আপাতত আওয়ামী লীগের রেজাউল করিম রাজু, জাতীয় পার্টির রাহগির আল মাহি সাদ ও বিএনপির রিটা রহমানসহ ৭ জনকে বৈধ এবং ঋণ খেলাপি এবং বিধি অনুযায়ী মনোনয়ন দাখিল না করাসহ নানা কারণে স্বতন্ত্র প্রার্থী বিএনপির মহানগর সিনিয়র সহসভাপতি কাওসার জামান বাবলা ও বাংলাদেশ কংগ্রেস পার্টির একরামুল হকের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।

তবে পরবর্তী ৩ দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসনটি শূন্য হয়। আগামী ৫ অক্টোবর ভোট গ্রহণের দিন রেখে এ আসনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে উপনির্বাচনে মফিজুর রহমান চেয়ারম্যান নির্বাচিত
মুন্সীগঞ্জ পৌরসভার প্রথম নারী মেয়র আফরিন
নারায়ণগঞ্জে ইউপি উপনির্বাচনে ফল ঘোষণার পর সংঘর্ষ, যুবক নিহত
উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা, আটক ৮
X
Fresh