• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

খুলনায় ডেঙ্গু রোগে গৃহবধূর মৃত্যু (ভিডিও)

খুলনা প্রতিনিধি

  ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৯

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রহিমা বেগম (৪৩) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তিনি মারা যান।

রহিমা বেগম সাতক্ষীরার তালা সদরের আটারই গ্রামে রফিকুল ইসলাম মোড়লের স্ত্রী।

খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত রহিমা গেল সোমবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মারা যান।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : হাওরের মাঝে এই বিদ্যালয়ে কিভাবে যান শিক্ষার্থীরা?
---------------------------------------------------------------------

রহিমা বেগমের ছেলে হারুন মোড়ল জানান, তার মা ডায়াবেটিস রোগে ভুগছিলেন। এর মধ্যে হঠাৎ প্রচণ্ড জ্বর হয়। জ্বর কমতে না থাকলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষা করলে গত (৪ সেপ্টেম্বর) বুধবার মায়ের ডেঙ্গু জ্বর ধরা পড়ে।

তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, রহিমা বেগম ডায়াবেটিস রোগে ভুগছিলেন। এরপর তার ডেঙ্গু রোগ ধরা পড়ে। খুলনা মেডিকেলে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকা অবস্থায় ডেঙ্গু জ্বরে রহিমা বেগমের মৃত্যু হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়লা জমা দিলেই টাকা দেবে ডিএনসিসি 
আড়াই মাসে ডেঙ্গুতে ২০ মৃত্যু, পরিস্থিতি আরও খারাপের শঙ্কা
দেশের সব হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ
ডেঙ্গু ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ
X
Fresh