• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে এশিয়ায় অস্থিতিশীলতা তৈরি হবে: পররাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ সেপ্টেম্বর ২০১৯, ২০:২০

রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত না-করা গেলে শুধু বাংলাদেশ নয় এশিয়া অঞ্চলে অস্থিতিশীলতা বিরাজ করেত পারে। এমন আশঙ্কার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

দুপুরে রাজধানীতে লেডিস ক্লাবে এক অনুষ্ঠান শেষে একথা জানান মন্ত্রী। ভুয়া কাগজপত্র দিয়ে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্ট তৈরিকে দুঃখজনক মন্তব্য করে এব্যাপারে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান মন্ত্রী।

দীর্ঘদিন ধরে মিয়ানমারে নির্যাতনের শিকার রোহিঙ্গারা সীমান্ত পার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বারবার প্রত্যাবাসনের উদ্যোগ নেয়া হলেও তা আলোর মুখ দেখছে না।

এদিকে রোহিঙ্গাদের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়া বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট তৈরি নতুন উদ্বেগের সৃষ্টি করেছে।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : মসজিদে তাবলিগের মুসল্লিদের অচেতন করে টাকা-মোবাইল চুরি
---------------------------------------------------------------------

পররাষ্ট্রমন্ত্রী জানালেন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কার্যকর কমিশন গঠনে গুরুত্ব দিচ্ছে সরকার।

যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলো মিয়ানমারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সহজ হবে বলে মনে করেন মন্ত্রী।

মন্ত্রী জানান, জাতিসংঘের আগামী অধিবেশনের প্রতিটি ফোরামে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করতে চায় বাংলাদেশ।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজে চাকরি
যেসব উপজেলায় দেওয়া হবে সাড়ে ২৪ লাখ স্মার্টকার্ড
X
Fresh