• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ময়মনসিংহে ডেঙ্গুতে নারীর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

  ১০ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৯
ডেঙ্গু
ময়মনসিংহে ডেঙ্গুতে নারীর মৃত্যু

ডেঙ্গু জ্বরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফাতেমা (৫০) কিশোরগঞ্জ জেলার হোসেনপুরের নাজমুল হকের স্ত্রী।

হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, গেল ৩ সেপ্টেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ফাতেমা। ৭ সেপ্টেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন।

তিনি আরও জানান, ফাতেমার শ্বাসকষ্ট ও হৃদযন্ত্রেও সমস্যা ছিল। সবকিছু মিলে পরিস্থিতি জটিল আকার ধারণ করায় চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে ও ছয়জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছে।

এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে মোট ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালটির উপপরিচালক।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh