• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মাছটি কাঁধে তুলেতেই লাগলো দুইজন

জামালপুর প্রতিনিধি

  ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৯
মাছটি কাঁধে তুলেতেই লাগলো দুইজন
মাছটি কাঁধে তুলেতেই লাগলো দুইজন

যমুনা নদী থেকে ডাঙায় উঠার পর ধরা পড়লো দুই মণেরও বেশি (৮২ কেজি) ওজনের একটি বাঘাআইড় মাছ। আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটেছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী জিগাবাড়ী বাজারের কাছে।

মাছটি ধরার পর পর দুইজন মানুষ সেটিকে কাঁধে তুলে নেন।

সানন্দবাড়ী বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজী বসরত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, যমুনা নদী থেকে হাঁটু পানির একটি ডোবায় চলে আসে মাছটি। পরে বয়া জাল দিয়ে ৮২ কেজি ওজনের মাছটিকে ধরেন একজন স্থানীয়।

এদিকে এতো বড় মাছ ধরার খবরে এলাকার মানুষজন সবাই ছুটে আসে এক নজর বিশালাকার মাছটি দেখতে।

পরে সেই মাছটি স্থানীয় বাজারে নিয়ে ৪১ হাজার টাকায় বিক্রি করা হয়। মাছটি কয়েকজন স্থানীয় মিলে কিনেছেন বলে জানা যায়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh