• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পুলিশকে কিলঘুষি মেরে আদালত চত্বর থেকে পালিয়ে গেল আসামি

বগুড়া প্রতিনিধি

  ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৫
আসামি, পুলিশ, কিলঘুষি

বগুড়ায় পুলিশকে কিলঘুষি ও লাথি দিয়ে পালিয়ে গেছেন মাদক মামলার এক আসামি।

গেল রোববার সন্ধ্যায় বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে আসামিদের প্রিজন ভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া আসামির নাম সাইফুল ইসলাম সাগর (২৮)। তিনি বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে সদর থানায় মামলা হলেও সোমবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা।

তদন্তকারী কর্মকর্তা এসআই জিলালুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর থানা পুলিশ সাইফুলকে মাদক মামলায় গ্রেপ্তার করে। সোমবার বিকেলে তাকে আদালতে হাজির করা হয়। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়িত্বরত পুলিশ সদস্যদের জামিন নামঞ্জুর হওয়া আসামিদের সঙ্গে সাগরকে জেলা কারাগারে নেবার জন্য প্রিজন ভ্যানে তুলছিলেন।

এ সময় মাদক মামলার আসামি সাগর উপ-সহকারী টাউন পরিদর্শক (এটিএসআই) কবিরের বুকে কিলঘুষি ও লাথি দেন এবং হ্যান্ডকাপ খুলে পালিয়ে যান। এ ঘটনায় আদালতের এএসআই এমদাদুল হক রাতে সদর থানায় মামলা করেছেন।

কোর্ট ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, এ বিষয়ে পুলিশ সুপারের কাছে প্রতিবেদন জমা দেয়া হয়েছে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
বাবুলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় খুন হন মিতু
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
হিটস্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু
X
Fresh