• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ১৭ জনকে জেল-জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

  ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৯
জরিমানা, অভিযোগ, অসামাজিক

এম জে হলিডে রিসোর্টে অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ১৭ জন নারী-পুরুষকে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত এবং একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করেছে।

শনিবার রাত নয়টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া এ জেল জরিমানা ধার্য করেন। এর আগে দিনগত গভীর রাতে উপজেলার ইছাপুরা গ্রামের ওই রিসোর্ট থেকে ১৮ জনকে আটক করে পুলিশ।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া জানান, অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে সাতজন নারী ও ছয়জন পুরুষকে সাত দিনের জেল দেওয়া হয়। এছাড়া চারজন পুরুষকে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও একজনকে নিয়মিত মামলা করা হয়েছে। জেল জরিমানাকৃতদের বাড়ি ঢাকা, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় বলে জানান তিনি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ডিপজলকে শোকজ
ইউপি নির্বাচনে এমপির হস্তক্ষেপের অভিযোগ, সুষ্ঠুভোট নিয়ে শঙ্কা 
ফেঁসে যাচ্ছেন পরীমণি, হত্যাচেষ্টার অভিযোগের সত্যতা পেয়েছে পিবিআই
কলেজছাত্রকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ 
X
Fresh