• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

৫৫ টাকার জন্য জরিমানা গুনতে হলো ৪০ হাজার

কুমিল্লা প্রতিনিধি

  ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৪
জরিমানা, ফার্মেসি, ভোক্তা

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কাশিনগর বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে একটি ইনজেকশনের দাম ৫৫ টাকা বেশি রাখায় এক ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক কর্মকর্তা।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে একটি ইনজেকশনের দাম ৫৫ টাকা বেশি রাখায় এক ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গেল বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (এনসিআরপি) কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এ জরিমানা করেন।

সূত্র জানায়, গেল ১৮ আগস্ট আবু কাউছার নামের এক ব্যক্তি কাশিনগর বাজারের ‘মেসার্স ঢাকা মেডিকেল হল’ থেকে একটি ইনজেকশন ক্রয় করেন, যার নির্ধারিত ১৬৫ টাকা। কিন্তু দোকানদার দাম লেখা অংশ কলম দিয়ে কেটে নতুন করে ২২০ টাকা লিখে তার কাছে বিক্রি করেন।

পুরো ঘটনাটি কাউছার তার মোবাইলে ভিডিও করে এনসিআরপি’র কুমিল্লা জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ করলে গেল বৃহস্পতিবার এ জরিমানা করা হয়।

আরও পড়ুন

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোড়াঘাটে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
ঈদের দিন উচ্চস্বরে গান-বাজনা করায় জরিমানা
চুয়াডাঙ্গায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানে ৮৮ হাজার টাকা জরিমানা
X
Fresh