• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মদনের বিলে পদ্ম ফুলের সৌন্দর্যে সেজেছে প্রকৃতি (ভিডিও)

গজনবী বিপ্লব, নেত্রকোণা

  ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০৩

নেত্রকোনার মদনের বিলে পদ্ম ফুলের সৌন্দর্যে সেজেছে প্রকৃতি। জলজ ফুলের রানী এই পদ্ম টানছে প্রকৃতি প্রেমীদের। অনেকেই উপভোগ করতে নৌকায় করে ঘুরে বেড়াচ্ছেন বিলে। শুধু সৌন্দর্য উপভোগই নয়, পদ্ম ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন স্থানীয় অনেকে।

নেত্রকোনার হাওর উপজেলা মদন। উপজেলা সদর লাগোয়া গণেশ হাওরের এক বিলে ফুটেছে হাজারো পদ্মফুল। জলজ অন্যসব ফুলের মধ্যে পদ্মের রূপ মুগ্ধতা প্রকৃতি প্রেমীদের কাছে ভিন্ন মাত্রার।

বর্ষায় চারদিকে পানির মাঝে প্রকৃতির স্বকীয়তায় ফুটে থাকা এই পদ্ম যেন মানুষের তৈরি করা ফুল বাগানের চেয়েও উপভোগ্য। বিলের সৌন্দর্য এবং পদ্ম দেখার জন্য প্রতিদিনই সপরিবারে ভিড় করছেন দর্শনার্থীরা। নৌকায় ঘুরে সৌন্দর্য উপভোগ করছেন তারা।

বিস্তীর্ণ এলাকা জুড়ে গোলাপি রংয়ের পদ্ম দেখলে মন জুড়িয়ে যায়। চোখ যত দূর যায় শুধু পদ্ম আর পদ্ম।

দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়ালীউল হাসান।

তিনি বলেন, শুধু সৌন্দর্য উপভোগই নয়, পদ্ম ফুল তুলে বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন স্থানীয়রা।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh