• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গা আটক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫২
বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গা আটক
আটক তিন যুবক

বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চত করেছেন।

আটককৃতরা হলেন- মো. ইউসুফ (২৩), মো. মুসা (২০) ও মো. আজিজ (২২)। তিনজনই কক্সবাজারের উখিয়ার হাকিমপাড়ার শরণার্থী শিবিরের বাসিন্দা।

এছাড়া বুধবার পাসপোর্ট করতে এসে আটক হয়েছেন আরও এক যুবক। তার নাম শফিউল হাই। সে পাসপোর্ট করতে আসলে তার কথায় সন্দেহ হয় অফিসের কর্মাকর্তাদের। একপর্যায়ে তিনি স্বীকার করেন যে মিয়ানমারের বলিবাজারে তার বাড়ি।

২০১৪ সালে সপরিবারে মিয়ানমার থেকে বাংলাদেশে আসেন। টেকনাফের ক্যাম্পে ছিলেন। সেখান থেকে পালিয়ে আসেন জেলার ফটিকছড়ির আবদুল্লাহপুরে। বাংলাদেশি না হয়েও ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করতে আসেন। পরে শফিউলকে ডবলমুরিং থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে গত ২২ আগস্ট সুমাইয়া আক্তার নামের এক রোহিঙ্গা নারী পাসপোর্ট করতে এসে আটক হন পাসপোর্ট কার্যালয়ে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জালে ধরা পড়ল ৪০০ কেজি ওজনের ‘তলোয়ার’ মাছ
মিয়ানমার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
মিয়ানমারের রাখাইনে সংঘাত, টেকনাফে এসে পড়লো গুলি
টেকনাফে সিএনজি থামিয়ে চিকিৎসকসহ ২ যাত্রীকে অপহরণ 
X
Fresh