• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

দুই সন্তানের মুখে বিষ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

ঠাকুরগাঁও প্রতিনিধি

  ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৬
হত্যা, আত্মহত্যা, চেষ্টা

পারিবারিক কলহের জেরে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ার ঘনিমহেষপুরে দুই সন্তানের মুখে বিষ দিয়ে এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেছেন। এতে মারা যায় নুরুজ্জামাল নামে দেড় বছর বয়সের এক শিশু সন্তান।

মুমূর্ষু অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে গৃহবধূ নুরবানু ও তার আরেক সন্তান সাম্মি আকতারকে। এই দু’জনের মধ্যে সাম্মি আকতারের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য সূত্রে জানা যায়, বুধবার দিনগত রাতে শাশুড়ির সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। বৃহস্পতিবার সকালে স্বামী সেলিম কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলে ওই গৃহবধূ তার ছোট ছেলে ও বড় মেয়ের মুখে বিষ দিয়ে নিজেও বিষ পানে আত্মহত্যা করার চেষ্টা করে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: হিলিতে আদিবাসীদের মধ্যে গৃহ হস্তান্তর
---------------------------------------------------------------

এতে ছোট ছেলে বাড়িতেই মারা যায়। স্থানীয়রা টের পেরে বেলা ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় নুরবানু ও তার মেয়েকে হাসপাতালে ভর্তি করে। এই দু’জনের মধ্যে তার মেয়ে সাম্মির অবস্থা আশঙ্কাজনক।

তবে ওই গৃহবধূর স্বামী সেলিম হোসেনের দাবি বাড়ি নিয়ে তার চাচার সঙ্গে বিরোধ। এরই জেরে তার স্ত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
কিডনি দিয়ে স্বামীকে বাঁচানো ববিতার প্রাণ গেল ছিনতাইকারীদের হাতে
মৃত্যুর কারণ জানা গেল মহাসড়কে পড়ে থাকা সেই হাতির
তীব্র গরমে বছরে ১৯ হাজার শ্রমিকের মৃত্যু
X
Fresh