• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

যশোরে নতুন ৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি

যশোর প্রতিনিধি

  ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৬
ডেঙ্গু, জ্বর, ভর্তি

যশোরে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা কমতে শুরু করেছে। গেল ২৪ ঘণ্টায় এ জেলায় ভর্তি হয়েছে ৫৭ জন রোগী। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে ৬৩ জন। সব মিলিয়ে যশোর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২০২ জন।

যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত যশোর জেলায় মোট এক হাজার ৫৫১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এক হাজার ৩৪৯ জন। এ পর্যন্ত মারা গেছেন তিনজন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ জানান, গেল কয়েক দিন ধরে রোগী ভর্তির সংখ্যা কমতে শুরু করেছে। কোনও ধরনের সংকট নেই। সেইসঙ্গে সচেতনতামূলক কাজ চলছে। যে কারণে রোগীর সংখ্যা কমতে শুরু করেছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
কালিয়াকৈরে তাপদাহে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে
নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা মিললে নির্মাণকাজ বন্ধ : মেয়র তাপস
গরমে বাড়ছে শিশু রোগীর সংখ্যা, ওষুধের তীব্র সংকট
X
Fresh