• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মোটরসাইকেলে পিকআপের ধাক্কা, নারীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

  ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৩
মৃত্যু, নারী, সড়ক

সাতক্ষীরার তালা উপজেলায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার সাতক্ষীরা-খুলনা সড়কের কুমিরা কদমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম ফাতিমা খাতুন (৩০)। তিনি ওই উপজেলার কুমিরা নওয়াকাটি গ্রামের ডা. আজিজুর রহমানের স্ত্রী।

এ ঘটনায় মোটরসাইকেল চালক নিহতের স্বামী ডাক্তার আজিজুর রহমান গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাক্তার দম্পতি সাতক্ষীরা থেকে মোটরসাইকেলে করে কুমিরায় নিজেদের বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কদমতলা নামক স্থানে পৌঁছালে খুলনাগামী একটি পিকআপ তাদের মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। এতে স্বামী-স্ত্রী দুজনেই রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই ফাতিমা খাতুন মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আজিজুর রহমানকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

পাটকেল ঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল সরকার জানান, পিকআপের ধাক্কায় ডাক্তারের স্ত্রী নিহত হয়েছেন। আহত ডাক্তারকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী হাজতিকে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জন বদলি
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
কচুয়ায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
X
Fresh