• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রিফাত হত্যা মামলায় ৬ কিশোরকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

বরগুনা প্রতিনিধি

  ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৭
কিশোর, আসামি, রিফাত

বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলার সঙ্গে জড়িত ছয় কিশোর আসামিকে যশোর কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এ আদেশ দিয়েছেন।

কিশোর আসামিরা হলো, রাশিদুল হাসান রিশান ওরফে রিশান ফরাজী (১৭), ওলিউল্লাহ ওরফে অলি (১৬), জয় চন্দ্র সরকার ওরফে চন্দন (১৭), তানভীর হোসেন (১৭), নাজমুল হাসান (১৪) ও আরিয়ান হোসেন শ্রাবণ (১৬)। রাতুল শিকদার জয় (১৬) নামে আরও একজনকে আগেই কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে। এ নিয়ে সাত কিশোরকে যশোর কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হলো।

রিফাত শরীফ হত্যায় চার্জশিটভুক্ত অন্য আসামি রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯), আয়শা সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুনকে (২১) আদালতে হাজিরা শেষে বেলা ১১টার দিকে বরগুনা কারাগারে পাঠানো হয়েছে।