• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

নীলফামারী প্রতিনিধি

  ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৩
শিশু, পানি, মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিলে নেমে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল রোববার সকাল ১১টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের আতদরিয়া বিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই ইউনিয়নের উত্তর বড়ভিটা বানিয়াপাড়া গ্রামের অনাথ চন্দ্র রায়ের মেয়ে শ্যামলী রানী রায় (১০) ও একই পাড়ার কানু চন্দ্র রায়ের মেয়ে মনি রানী রায় (৯)। তারা দুজনে বান্ধবী ও বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেলার রহমান জানান, স্কুল বন্ধ থাকায় তারা দুই বান্ধবী ওই বিলে শাপলা তুলতে যায়। বিলের গভীর পানিতে গেলে তারা দুইজনে বিলের শ্যাওলার সঙ্গে পেঁচিয়ে পানিতে ডুবে যায়। এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী জলঢাকা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ ও কিশোরগঞ্জ থানার ওসি হারুন অর রশীদ।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র গরমে বছরে ১৯ হাজার শ্রমিকের মৃত্যু
দুই শিক্ষার্থীর মৃত্যুতে উত্তাল চুয়েট
ডেমরায় প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
নাটোরে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু
X
Fresh