itel
logo
  • ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২০, ২২ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৫৫ জন, আক্রান্ত ২৭৩৮ জন, সুস্থ হয়েছেন ১৪০৯ জন: স্বাস্থ্য অধিদপ্তর

বিজিবির পিকআপ ও সিএনজির সংঘর্ষে নিহত এক গুরুতর আহত ৫

টেকনাফ প্রতিনিধি
|  ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫১ | আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৩১
সিএনজি, মৃত্যু, সড়ক, দুর্ঘটনা
কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিজিবির পিকআপ ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন পাঁচজন। শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, টেকনাফ থেকে হোয়াইক্যংগামী বিজিবির  একটি পিকআপ বালুখালী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত পাঁচজনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে হোয়াইক্যং বিওপির কোম্পানি কমান্ডার আলী মোর্তেজা আরটিভি অনলাইনকে জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি শুনে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। বিজিবির সদস্য আহত না থাকলেও সিএনজির যাত্রীবাহী লোকজন আহত হওয়ার বিষয়টি শোনেছি। 

এ ব্যাপারে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক শরীফ হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। যাত্রীরা আহত হওয়ায় স্থানীয়রা হাসপাতালে পাঠান। যাত্রীরা সবাই রোহিঙ্গা হতে পারে বলেও তিনি ধারণা করছেন। এ ব্যাপারে বিজিবি ও স্থানীয়দের সঙ্গে কথা বলছে বলেও জানান তিনি।

জেবি        

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৬২৪১৭ ৭২৬২৫ ২০৫২
বিশ্ব ১১৩৮২৯৫৪ ৬৪৪০২০৭ ৫৩৩৪৭৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়