• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বখাটেপনা রোধে রাত ৯টা থেকে চায়ের দোকান বন্ধের নির্দেশ এসপির

সুনামগঞ্জ প্রতিনিধি

  ৩১ আগস্ট ২০১৯, ১৮:৩৪
এসপি, চা, দোকান

বখাটেপনা রোধে সুনামগঞ্জে রাত নয়টা থেকে অলিগলির সব চায়ের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান। শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই নির্দেশনার কথা জানান।

এ সময় এসপি মিজানুর বলেন, ‘সুনামগঞ্জের মানুষ ভালো। আমরা চাই সাংবাদিক ও পুলিশ মিলে একসঙ্গে কাজ করার। আমি সুনামগঞ্জ আসার পর দেখেছি এখানে চাঁদাবাজি, জুয়া খেলা, উঠতি ছেলেদের রাতভর আড্ডা ইত্যাদি হচ্ছে। কিন্তু আমি এখন পরিষ্কার বলে দিতে চাচ্ছি, আমার জেলায় এসব হবে না।

তিনি বলেন, ‘আমি চাঁদাবাজি বা জুয়া খেলা কিংবা কোনও অপরাধমূলক কাজ মেনে নেব না। আমার সুনামগঞ্জ জেলা থাকবে মাদক ও দুর্নীতিমুক্ত।’

এ সময় এসপি বলেন, ‘দেখেছি শহরের বিভিন্ন পয়েন্টে দিন থেকে শুরু করে রাত ১২টা নাগাদ ছেলেরা আড্ডা দেয়। এটা কিন্তু সমাজের দৃষ্টিতে খারাপ। তাছাড়া ওই সময় অনেক ছেলে বখাটেপনা করে। তাই আমি সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দিতে চাচ্ছি- সুনামগঞ্জে রাত নয়টার মধ্যে সকল চায়ের দোকান বন্ধ করে দিতে হবে।