logo
  • ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২০, ৫ মাঘ ১৪২৭

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রূপালী ব্যাংকের এমডির শ্রদ্ধা

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ৩০ আগস্ট ২০১৯, ১৭:৪১ | আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ১৮:০৪
রুপালী ব্যাংক রুপালী ব্যাংক
রূপালী ব্যাংক লিমিটেড এর পুনঃনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ ওবায়েদ উল্লা আল মাসুদ বলেছেন, রূপালী ব্যাংক সব সময় গ্রিন ব্যাংকিং করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ব্লু-ইকোনমির যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে রূপালী ব্যাংক সেখানে ভূমিকা রাখবে। সারাদেশে যেসব নতুন ইকোনোমিক জোন সৃষ্টি হচ্ছে সেখানেও এ ব্যাংক কার্যকর ভূমিকা পালন করবে।

দ্বিতীয় মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার পর শুক্রবার দুপুরে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেখানে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এসময় ব্যাংকের জেনারেল ম্যানেজার অশোক কুমার সিংহ রায়সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়