• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

  ৩০ আগস্ট ২০১৯, ১২:০৭
ডেঙ্গু, জ্বর, মৃত্যু

সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।

মারা যাওয়া গৃহবধূর নাম দোলেনা খাতুন (৪০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য শরিফুজ্জামান জানান, এক সপ্তাহ আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন দোলেনা। বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। বৃহস্পতিবার বিকেলে দোলেনা খাতুনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তবে মৃত্যুর বিষয়টি জানেন না জানিয়ে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. আবু শাহিন বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূ দোলেনা খাতুন মারা গেছেন এ তথ্যটি আমার জানা নেই। তবে খোঁজ নিচ্ছি।

প্রসঙ্গত, ডেঙ্গু আক্রান্ত হয়ে এর আগে সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়া এলাকার গৃহবধূ জাহানারা বেগম (৩৫) ও কালীগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের সিরাজুল গাজীর ছেলে মাদরাসা ছাত্র আলমগীর গাজী (১৪) খুলনায় মারা যান।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূ ও হিজড়ার মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭
‘ডেঙ্গু মোকাবিলায় সারাদেশে প্রস্তুত হাসপাতালগুলো’
X
Fresh