• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ফুলবাড়ী সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি

  ২৯ আগস্ট ২০১৯, ১৮:৩৬
সীমান্ত, ভারতীয়, বিএসএফ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দক্ষিণ অনন্তপুর সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। ধরে নিয়ে যাওয়া বাংলাদেশির নাম শাহাদত হোসেন। তিনি ওই এলাকার আলতাফ হোসেনের ছেলে। আটক ব্যক্তি গরু চোরাচালানকারী চক্রের সদস্য বলে জানা গেছে।

বিজিবি ও সীমান্তবাসীরা জানায়, অনন্তপুর গ্রামের আলী হোসেনের ছেলে তাজুল হোসেনের নেতৃত্বে প্রায় ১০-১২জনের একটি দল ভোরে ভারতে থেকে গরু পাচারের উদ্দেশে আন্তর্জাতিক মেইন পিলার ৯৪৪ এর সাব পিলার তিন এসের কাছ দিয়ে ভারতের অভ্যন্তরে যায়।

তাদের উপস্থিতি টের পেয়ে ভারতের ১৯২ ধাপরাহাট বিওপির বিএসএফ সদস্যরা কাঁটাতারের বাইরে ভারতীয় অংশে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় অন্যান্যরা পালিয়ে গেলেও শাহাদত হোসেন বিএসএফের হাতে আটক হয়।

বিজিবির-১৫ লালমনিরহাট ব্যাটালিয়নের কাশিপুর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মুকুল চন্দ্র রায় ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আরো পড়ুন:

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএসএফের নরহত্যার দায় সরকারের ওপরেও বর্তায়: রিজভী
কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
রুমা ও বিলাইছড়ি সীমান্তে তুমুল গোলাগুলি, আতঙ্কে এলাকাবাসী
X
Fresh