• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

রমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ আগস্ট ২০১৯, ১১:৫২
ডেঙ্গু
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনীষা আক্তার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মনীষা দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মকবুল হোসেনের মেয়ে।

রমেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুলতান আহমেদ জানান, মনীষাকে গেল ২৬ আগস্ট দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানকার চিকিৎসকরা তার অভিভাবককে রমেকে রেফার্ড করার পরামর্শ দেন। ওইদিনই মকবুল তার মেয়েকে রমেক হাসপাতালে নিয়ে আসেন।

তিনি বলেন, মনীষাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছিল। যেখানে বৃহস্পতিবার ভোর চারটার দিকে সে মারা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, সারা দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা গেল ২৪ ঘণ্টায় ১১ শতাংশ কমেছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ১৫৭ জন ভর্তি হয়েছেন। সারা দেশে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ৫ হাজার ২২২ জন। যা আগের দিনের তুলনায় ২ শতাংশ কম।

আরও পড়ুন

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গু প্রতিরোধে একযোগে মাঠে নামছে ডিএসসিসির ৫৪ ওয়ার্ড
সক্ষমতার অভাবে দুই যুগেও ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হয়নি (ভিডিও)
২১ দিন পর ডেঙ্গুতে মৃত্যু দেখলো দেশ
ডেঙ্গু নিয়ে প্রস্তুতির কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী
X
Fresh