• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সাভারে দুই বাসকে আরেক বাসের ধাক্কা, নিহত ২

সাভার প্রতিনিধি

  ২৯ আগস্ট ২০১৯, ০৮:৪৮
দুই বাসকে আরেক বাসের ধাক্কা
সাভারে দুই বাসকে আরেক বাসের ধাক্কা

সাভারের আশুলিয়ার বিকল একটি বাসকে রশি দিয়ে টেনে নিয়ে যাওয়ার জন্য আরেকটি বাসে রশি বাঁধার সময় পেছন থেকে অন্য বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৪ জন।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন- আহাদ পরিবহনের মালিক জলিল এবং ওই পরিবহনের চালক জাহাঙ্গীর। প্রাথমিকভাবে জানা গেছে তাদের দুজনেরই বাড়ি পাবনা জেলায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে পার্কিং করা আহাদ পরিবহনের একটি বিকল বাস ওই পরিবহনের অপর একটি বাসের সঙ্গে বেধে টেনে নিয়ে যাওয়ার জন্য রশি দিয়ে বাধার সময় ঢাকাগামী একটি এসআর প্লাস পরিবহন বাসটিকে ধাক্কা দেয়। এতে জলিল ও জাহাঙ্গীর চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান এবং এসআর প্লাস পরিবহনের অন্তত ৪ যাত্রী আহত হন।

আরও পড়ুন

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিএনপি নেতার
দাঁড়িয়ে থাকা গাড়িকে পিকআপের ধাক্কা, নিহত ২
X
Fresh