• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পটুয়াখালীর হাসপাতালে প্রতিদিন আসছে ডেঙ্গু রোগী (ভিডিও)

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী

  ২৭ আগস্ট ২০১৯, ১১:০৭

পটুয়াখালীর হাসপাতালগুলোতে প্রতিদিন আসছে ডেঙ্গু আক্রান্ত রোগী। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ জন। এ নিয়ে জেলায় মোট ৪১৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়।

এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন ৩৭০ জন। এখন হাসপাতালে ভর্তি রয়েছে ৪৫ জন। এর মধ্যে পটুয়াখালীর আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে ৩১ জন এবং বাকি ১৪ জন বিভিন্ন উপজেলা হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে।

পটুয়াখালীর আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালের ডেঙ্গু কর্নারের দায়িত্বরত চিকিৎসক ও নার্সরা জানায়, এ হাসপাতালে ডেঙ্গু রোগের সার্বিক পরিস্থিতি ভালো। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ৮ জন রোগী ভর্তি হলেও সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন ১৪ জন। বর্তমানে ৩১ জন রোগী ভর্তি রয়েছে। এ হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। রোগীরা যাতে ভালো চিকিৎসা সেবা পায় সে জন্য জাতীয় দিকনির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে।

আরও পড়ুন

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাকরির সুযোগ দেবে ইবনে সিনা, নেবে একাধিক
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, নেওয়া হচ্ছে হাসপাতালে
ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরির সুযোগ
তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জন হাসপাতালে
X
Fresh