• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

মাইকিং করে বিক্রি হলো ‘টাইগারের’ মাংস

পাবনা প্রতিনিধি

  ২৬ আগস্ট ২০১৯, ১১:২২
ষাঁড়, টাইগার, মাংস

পাবনার চাটমোহর উপজেলার আলোচিত সেই ষাঁড় ‘টাইগার’কে জবাইয়ের পর মাইকিং করে মাংস বিক্রি করা হয়েছে। এর আগে ৩০ লাখ টাকা দাম হাঁকিয়ে আলোচনায় আসা সেই ‘টাইগার’ গেল শনিবার বিকেলে গোয়ালঘরে পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে জবাই করা হয়।

এদিকে টাইগারের এমন করুণ পরিণতির কথা শুনে একনজর দেখতে এলাকার হাজারও মানুষ ভিড় জমান। চোখের সামনে টাইগারের এমন পরিণতি হবে মানতে পারছেন না মালিক মিনারুল ইসলাম ও তার স্ত্রী জাকিয়া সুলতানা। সবার চোখ ছিল অশ্রুসজল।

উপজেলার ছোট গুয়াখড়া গ্রামের মিনারুল ইসলামের বাড়িতে গিয়ে জানা গেছে, শনিবার বিকেলে গোয়ালঘরে পা পিছলে পড়ে যায় টাইগার। এতে পেছন ও সামনের ডান পা দুটি ভেঙে যায়। তবে গরুটি জবাই করতে নারাজ ছিলেন মালিক মিনারুল। পরে স্বজন ও প্রতিবেশী সবার পীড়াপীড়িতে জবাই করে মাংস বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যার পর থেকে প্রতি কেজি ৫০০ টাকা দরে মাংস বিক্রি করা হয়। নয় ফুট দৈর্ঘ্য আর সাড়ে পাঁচ ফুট উচ্চতার ফ্রিজিয়ান জাতের ষাঁড়টির ওজন হয়েছিল ৪৪ মণ।

আরও পড়ুন

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরুর মাংসের কেজি ৫৭০ টাকা
সুলভ মুল্যে মাছ-মাংস-ডিম বিক্রি কার্যক্রম, বাড়ছে ভিড়
গরুর মাংস ৫০০ টাকা 
ফেনীতে গরু, মুরগি ও ছাগলের মাংসের দাম নির্ধারণ
X
Fresh