spark
logo
  • ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২০, ২৭ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৩৭ জন, আক্রান্ত ২৯৪৯ জন, সুস্থ হয়েছেন ১৮৬২ জন: স্বাস্থ্য অধিদপ্তর

মাইকিং করে বিক্রি হলো ‘টাইগারের’ মাংস

পাবনা প্রতিনিধি
|  ২৬ আগস্ট ২০১৯, ১১:২২ | আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১২:৫৭
ষাঁড়, টাইগার, মাংস
পাবনার চাটমোহর উপজেলার আলোচিত সেই ষাঁড় ‘টাইগার’কে জবাইয়ের পর মাইকিং করে মাংস বিক্রি করা হয়েছে। এর আগে ৩০ লাখ টাকা দাম হাঁকিয়ে আলোচনায় আসা সেই ‘টাইগার’ গেল শনিবার বিকেলে গোয়ালঘরে পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে জবাই করা হয়। 

এদিকে টাইগারের এমন করুণ পরিণতির কথা শুনে একনজর দেখতে এলাকার হাজারও মানুষ ভিড় জমান। চোখের সামনে টাইগারের এমন পরিণতি হবে মানতে পারছেন না মালিক মিনারুল ইসলাম ও তার স্ত্রী জাকিয়া সুলতানা। সবার চোখ ছিল অশ্রুসজল।

উপজেলার ছোট গুয়াখড়া গ্রামের মিনারুল ইসলামের বাড়িতে গিয়ে জানা গেছে, শনিবার বিকেলে গোয়ালঘরে পা পিছলে পড়ে যায় টাইগার। এতে পেছন ও সামনের ডান পা দুটি ভেঙে যায়। তবে গরুটি জবাই করতে নারাজ ছিলেন মালিক মিনারুল। পরে স্বজন ও প্রতিবেশী সবার পীড়াপীড়িতে জবাই করে মাংস বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যার পর থেকে প্রতি কেজি ৫০০ টাকা দরে মাংস বিক্রি করা হয়। নয় ফুট দৈর্ঘ্য আর সাড়ে পাঁচ ফুট উচ্চতার ফ্রিজিয়ান জাতের ষাঁড়টির ওজন হয়েছিল ৪৪ মণ। 

আরও পড়ুন 

জেবি/পি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৭৮৪৪৩ ৮৬৪০৬ ২২৭৫
বিশ্ব ১২৪০৮১০৬ ৭২৩৭৬৪৬ ৫৫৭৭৯০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়