• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিদেশ যেতে না চাওয়ায় স্ত্রীকে সিগারেটের ছ্যাঁকা

ভোলা প্রতিনিধি

  ২৬ আগস্ট ২০১৯, ১০:৫৮
সিগারেট, ছ্যাকা, গৃহবধূ
ছবি: সংগৃহীত

ভোলায় বিদেশ যেতে রাজি না হওয়ায় এক গৃহবধূকে সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরড়বাড়ির লোকজনের বিরুদ্ধে। রোববার দুপুরে সদর উপজেলার চরপাতা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পরিবারের স্বচ্ছলতার জন্য দুই বছরের বেশি জর্ডানে শ্রমিক হিসেবে কাজ করে কিছুদিন আগে দেশে আসেন ওই গৃহবধূ। এ সময় তার জমানো সব টাকা স্বামীর কাছে রাখেন। কিছুদিন পরেই তাকে আবারো বিদেশ যেতে চাপ প্রয়োগ করে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।

কিন্তু বিদেশ যেতে রাজি না হওয়ায় রোববার দুপুরে শ্বশুরবাড়ির লোকজনের সহযোগিতায় তার মুখ, হাত-পাসহ শরীরের অন্তত ৫০টি স্থানে সিগারেটের ছ্যাঁকা দেয় স্বামী কামাল। পরে প্রতিবেশীরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় অভিযুক্তদের এখনও আটক করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন