• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কুষ্টিয়ায় চিকিৎসাধীন ডেঙ্গু রোগী ৫৪, নতুন শনাক্ত ১২

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

  ২৫ আগস্ট ২০১৯, ১১:৩১
কুষ্টিয়া ডেঙ্গু রোগী ৫৪

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ১২ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে ৪৫৯ জনে দাঁড়ালো।

এখন এই হাসপাতালে শিশুসহ মোট ৫৪ জন চিকিৎসাধীন রয়েছেন। আর ২৪ ঘণ্টায় ১৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। গতকাল বেলা ১১টা থেকে আজ রোববার বেলা ১১টা পর্যন্ত নতুন এই ১২ জন রোগী ভর্তি হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, কুষ্টিয়ায় তুলনামূলকভাবে আক্রান্তের সংখ্যা কমছে। তবে প্রতিদিনই আক্রান্ত হয়ে রোগীরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছে। রোগীদের সামাল দিতে কষ্ট হলেও ২৪ ঘণ্টা সতর্কতার সাথে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সবাই আশঙ্কামুক্ত রয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গুতে এই হাসপাতালে কেউ মারা যায়নি।

উল্লেখ্য, কুষ্টিয়া ছাড়াও আশপাশের জেলার রোগীরাও এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত বিরোধিতার নাটকবাজি করে লাভ হবে না : হানিফ
লালন স্মরণোৎসব আজ, থাকছে না মেলা
কুষ্টিয়ায় আ.লীগ নেতাকে নির্যাতন, জেলা সভাপতির বহিষ্কার দাবি
কুষ্টিয়ায় পানের বরজে আগুন, শতকোটি টাকার ক্ষয়ক্ষতি
X
Fresh