• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কুমিল্লায় চুরি হলো ১০ মাসের শিশু

কুমিল্লা প্রতিনিধি

  ২৪ আগস্ট ২০১৯, ২২:৩২
শিশু, চুরি, মৃত্যু

কুমিল্লার লাকসাম উপজেলায় ১০ মাসের শিশুকে চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দিনগত রাতে উপজেলার মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের শ্রীয়াং গ্রামে এই ঘটনা ঘটে। অনেক খোঁজাখুঁজির পরও শিশুটিকে না পেয়ে পুলিশে খবর দেয় পরিবার। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে স্বামী ও ১০ মাসের সন্তানকে সঙ্গে নিয়ে ঘুমিয়েছিলেন সালমা বেগম। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে সালমা দেখতে পান তার সন্তান বিছানায় নেই। মশারি কাটা, ঘরের দরজাও খোলা। এরপর সারা রাত খুঁজেও সন্তানের খোঁজ পাননি তারা।

নিখোঁজ শিশুটির মা সালমা বেগম বলেন, বিবাহিত জীবনের ১৭ বছর পর আমার প্রথম সন্তান হয়েছিল। কে ওকে কেড়ে নিল? আমাদের সঙ্গে কারও কোনও বিরোধ নেই। আমি আমার সন্তানকে ফেরত চাই।

কুমিল্লার লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরান ও লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ‘শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি যাওয়া শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
শিশুখাদ্যে অতিরিক্ত চিনির বিষয়টি ব্যাখ্যা দিলো নেসলে
রাজধানীর শিশু হাসপাতালে আগুন
X
Fresh