logo
  • ঢাকা মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১২ ফাল্গুন ১৪২৬

কলারোয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
|  ২৪ আগস্ট ২০১৯, ১৬:০৪
বজ্রাঘাত, মৃত্যু, কৃষক
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বজ্রাঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।

শনিবার সকালে উপজেলার জালালাবাদ মাঠে কৃষিকাজ করার সময় এই বজ্রাঘাতের ঘটনা ঘটে।

হতাহতরা হলেন দেলবার হোসেন (৩০) ও তার ফুফাতো ভাই মিলন হোসেন (৩২)।

নিহত দেলবার কলারোয়া উপজেলার একড়া গ্রামের দুখে দফাদারের ছেলে ও আহত মিলন জালালাবাদ গ্রামের মান্দার মোল্যার ছেলে।

স্থানীয়রা জানান,  সকালে বৃষ্টির মধ্যে দেলবার ও মিলন আমন ধানের চারা রোপণ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রাঘাতে দেলবার ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন মিলন। স্থানীয়রা মিলনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল গিয়াস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়