• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রাজধানী কমতে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ আগস্ট ২০১৯, ১২:২৫
ডেঙ্গু রোগী
কয়েকটি জেলায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

রাজধানীতে কমতে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। গেল কয়েক দিনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমায় স্বস্তি নেমে এসেছে জনমনে।

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ, সোহরাওয়ার্দী হাসপাতাল, হলি ফ্যামিলি হাসপাতালসহ রাজধানীর হাসপাতালগুলোতে গত দুদিনে ডেঙ্গু রোগী আগের তুলনায় বেশ কম ভর্তি হচ্ছে বলে জানা গেছে।

যদিও বর্ষা শেষে ডেঙ্গুর প্রকোপ বন্ধ হওয়ার কথা জানিয়েছিল বিশেষজ্ঞরা।

এছাড়া পটুয়াখালীতে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মাত্র ৮ জন। এ নিয়ে জেলায় মোট ৩৭২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন ৩২৮ জন। এখন হাসপাতালে ভর্তি রয়েছে ৪৪ জন। এর মধ্যে পটুয়াখালীর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে ৩১ জন এবং বাকিরা অন্যান্য উপজেলা হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে।

তবে মানিকগঞ্জে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৮শ’ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় জেলা হাসপাতালে ১৬ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে দুইজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

কুষ্টিয়ায় আক্রান্ত হয়েছে, ৪৩৮ জন। বরিশালের শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, ১৪৫ জন।

সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এই নিয়ে আক্রান্তর সংখ্যা দাঁড়ালো ৫৯ জনে।

নড়াইল সদর হাসপাতালে ২৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এ নিয়ে এই হাসপাতালে ১৫৮ জন রোগী সনাক্ত করা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
‘ডেঙ্গু মোকাবিলায় সারাদেশে প্রস্তুত হাসপাতালগুলো’
ডেঙ্গু প্রতিরোধে একযোগে মাঠে নামছে ডিএসসিসির ৫৪ ওয়ার্ড
সক্ষমতার অভাবে দুই যুগেও ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হয়নি (ভিডিও)
X
Fresh