• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ডেঙ্গু: প্রতিদিনই দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা

আরটিভি রিপোর্ট

  ২১ আগস্ট ২০১৯, ১৯:২৪
ডেঙ্গু
ডেঙ্গু: প্রতিদিনই দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

আজ বুধবার বিকেল তিনটা পর্যন্ত গেল ২৪ ঘণ্টয় ১ হাজার ৬২৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ পর্যন্ত ৫৭ হাজার ৯৯৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মানিকগঞ্জে ডেঙ্গু রোগী ৭শ’ ছাড়িয়ে গেছে। এই জেলায় ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজেও একই সংখ্যক রোগী ভর্তি হয়েছেন। চট্টগ্রামে ৮শ’র বেশি রোগী সনাক্ত করা হয়েছে।

সিলেট বিভাগের চার জেলার বিভিন্ন হাসপাতালে ৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন বলে জানিয়েছে, স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর।

---------------------------------------------------
আরো পড়ুন: ঢামেকে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু
---------------------------------------------------

খুলনাসহ বিভিন্ন জেলা ও উপজেলায় এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে ৬২৭ জন। হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৫৩৩ জন। বর্তমানে সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৮৯ জন ডেঙ্গু রোগী। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৪ জন।

কুষ্টিয়ায় ৩৭৭ জন রোগী সনাক্ত করা হয়েছে। নড়াইলে পাওয়া গেছে ১২৭ জন ডেঙ্গু রোগী। সিরাজগঞ্জে নতুন করে ২৬ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৬৬ জন।

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় ২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া পটুয়াখালীর বিভিন্ন হাসপাতালে ২৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
‘ডেঙ্গু মোকাবিলায় সারাদেশে প্রস্তুত হাসপাতালগুলো’
ডেঙ্গু প্রতিরোধে একযোগে মাঠে নামছে ডিএসসিসির ৫৪ ওয়ার্ড
সক্ষমতার অভাবে দুই যুগেও ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হয়নি (ভিডিও)
X
Fresh