• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যার তীরে আজও অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ আগস্ট ২০১৯, ১৩:২৬
অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যার তীরে আজও অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে তৃতীয় দফায় দ্বিতীয় দিনের অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বুধবার বেলা ১১টা থেকে অভিযান শুরু হয়েছে।

অভিযানের শুরুতে সকাল থেকে দুপুর পর্যন্ত ছোট বড় ১০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানটি বিকেল চারটা পর্যন্ত চলবে বলে জানায় সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, কাঁচপুরে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীর দখল করে গড়ে উঠা পাকা দেয়াল, একটি কোম্পানির গুদামের আংশিক স্থাপনা, সেমিপাকা ঘরসহ এখন পর্যন্ত ১০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে। আগামী রোববার পর্যন্ত আরও তিন দিন এ অভিযান চলবে। শীতলক্ষ্যার পাশাপাশি মেঘনা নদীকেও অবৈধ দখলমুক্ত করা হবে বলে জানান তিনি।

---------------------------------------------------
আরো পড়ুন: বাজারে মিললো গলাকাটা লাশ
---------------------------------------------------

বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক জানান, নদী দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে। এছাড়া চীনসহ বিশ্বের উন্নত দেশের নদীগুলোর মতো আমাদের দেশের নদীগুলোকেও সেরকমভাবে মডেল আকারে গড়ে তোলা তোলা হবে।

উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপ-পরিচালক মো. শহিদুল্লাহ, সহকারি পরিচালক এহতেশামুল পারভেজসহ অন্যান্য কর্মকর্তারা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুগদা সড়কে উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চলছে বঙ্গবাজারে  
হাতিয়ায় খালের ওপর নির্মিত ভবন ভেঙ্গে দিলো মেয়র
লোহাগড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
X
Fresh