logo
  • ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০, ৮ মাঘ ১৪২৭

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টা ২১ নতুন ডেঙ্গু রোগী

কুষ্টিয়া প্রতিনিধি
|  ২১ আগস্ট ২০১৯, ১২:২১ | আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১৬:২৭
ডেঙ্গু রোগী
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টা ২১ নতুন ডেঙ্গু রোগী
২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় আরও ২১ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। 

গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে আজ বুধবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টা পর্যন্ত নতুন এই ২১ জন রোগী ভর্তি হয়।

কুষ্টিয়ায় এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৯৮ জনে দাঁড়ালো। বর্তমানে এই হাসপাতালে ১০ জন শিশুসহ মোট ৫৩ জন চিকিৎসাধীন রয়েছে। আর ২৪ ঘণ্টায় ১৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, প্রতিদিনই ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। তবে গত সপ্তাহের চেয়ে আক্রান্তের সংখ্যা এ সপ্তাহে কমেছে। সতর্কতার সঙ্গে ২৪ ঘণ্টা ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। সবাই আশঙ্কামুক্ত রয়েছে। জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে কেউ মারা যায়নি।


আরো পড়ুন:

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়